খেলা -ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা হতেই ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। কোচ কার্লো আনসেলোত্তি আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য যে ২৩ জনের দল বেছে নিয়েছেন, সেখানে নেই তারকা ফুটবলার নেইমারের নাম। এর ফলে ২০২৬ সালের বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। বর্তমানে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সেলেকাওরা। তবে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া তাদের জয়ের ধারা বজায় থাকবে কিনা, সেটাই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন।
