নেট দুনিয়ায় হাসির খোরাক এই ছবি

নেট দুনিয়ায় হাসির খোরাক এই ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ নভেম্বর, চিনতে পারছেন এনাকে?  ইনি আপনাদের প্রিয় গায়িকা রানু মন্ডল৷ রানাঘাট স্টেশন থেকে তাঁকে নিয়ে আসা হয়।তাঁর সুরেলা গলা্র গান সাধারন মানুষ থেকে শুরু করে বিশিষ্ট গায়ক-গায়িকার মনে দ্রুত জায়গা করে নিয়েছিল। তারপরই হিমেশ এর হাত ধরে তাঁর প্রথম  বলিউডে যাত্রা। ধীরে ধীরে তিনি বহু গানে গলা দেন । তবে প্রশংসার সাথে সাথে অনেকের মজার পাত্রী হন তিনি। অনেকেই মনে করেন খ্যাতি বাড়ার সাথে সাথে ওনার অহংকার বেড়েছে। যদিও তার সঙ্গে নিজেকেও অনেকটা বদলে ফেলেছেন। মাথার চুল থেকে পায়ের নখ সবেতেই এসেছে নতুনত্ব, তবে নিজের মানসিকতা-তেও কি বদল এসেছে! প্রশ্ন অনেকেরই।

ইতিমধ্যে তারকা রানুর মেকওভারের ছবি ভাইরাল হয় সোশালমিডিয়ায়। যা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছে নেটদুনিয়া।অনেকে মজা করে রানুকে ঐশ্বর্য রায়ের সঙ্গে তুলনা করছেন আবার একজন লিখেছেন, ‘‌ভূত নাকি রে বাবা!‌’‌ এতদিনে বেশ অনেক গান তিনি রেকর্ড করেছেন। দুর্গাপুজোর সময়ও তাঁর অনেক গান শোনা যায়। তার প্রচারও হয়েছে অনেক। কখনও রিয়ালিটি শো, কখনও ফাংশন সবসময় ব্যস্ত থাকতেন তিনি। সম্প্রতি কানপুরে একটি স্যালোঁতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে এরকম সাজে দেখতে পাওয়া যায়। যা দেখে নেটিজেনরা বেশ মেতেছেন নেটদুনিয়ায়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top