তৃনমূল নেতাকে লক্ষ্য করে গুলি চললো শিলিগুড়িতে । তৃনমূল নেতাকে লক্ষ্য করে গুলি। অবস্থা আশঙ্কাজনক। শিলিগুড়ির অদূরে রাজগঞ্জের ব্লকের গন্ডারমোড় ভূটকী এলাকায় বাইকে এসে দুই দুষ্কৃতি বাহিনীর এসে তৃনমূল নেতা তথা চা বাগানের বাসিন্দা মহম্মদ সলেমন আলীর (৫৫) মাথায় গুলি চালায়।গুলিবিদ্ধ হয় আরোও এক তৃনমুল সমর্থক।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাজগঞ্জের ভুটকি গন্ডার মোড় এলাকায় একটি স্থানীয় লটারির দোকানে সেসময় গল্পগুজব করছিলেন তৃণমূল নেতা তথা চা বাগানের মালিক। সেসময় বাইক নিয়ে আসে অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী। বাইকের স্টার্ট চালু রেখেই বাইকের পেছনে থাকা এক যুবক সলেমনের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি ছিটকে গিয়ে লাগে লটারির বিক্রেতা তৃনমুল সমর্থিত ব্যক্তির।
আর ও পড়ুন কৃষকদের সঙ্গে আবির খেললেন তৃণমূলের কর্মীরা
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা সোলেমান আলী। মাথার এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গুলি। এলাকার স্থানীয়রা বাইকে আশা দুষ্কৃতী বাহিনীকে ধরার চেষ্টা করলেও দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গুরুতর জখম অবস্থায় তাদের দুজনকেই শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তৃনমুল নেতাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি সেবক রোড এর একটি হাসপাতালে।
প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এমন ঘটনা বলে মনে করছে তৃণমূল। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি বলরাম বুথ সভাপতি সোলেমান আলী। একইসঙ্গে পরপর দু’বার তৃণমূল প্রার্থী পঞ্চায়েতে তাকে দাঁড় করায় দল। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বিদ্যুৎ দত্ত ও তৃণমূল নেতার পরিবারের সদস্যরা জানান পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান আমি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। যেকোনো মূল্যে আসামিকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য,তৃনমূল নেতাকে লক্ষ্য করে গুলি চললো শিলিগুড়িতে । তৃনমূল নেতাকে লক্ষ্য করে গুলি। অবস্থা আশঙ্কাজনক। শিলিগুড়ির অদূরে রাজগঞ্জের ব্লকের গন্ডারমোড় ভূটকী এলাকায় বাইকে এসে দুই দুষ্কৃতি বাহিনীর এসে তৃনমূল নেতা তথা চা বাগানের বাসিন্দা মহম্মদ সলেমন আলীর (৫৫) মাথায় গুলি চালায়।গুলিবিদ্ধ হয় আরোও এক তৃনমুল সমর্থক। স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাজগঞ্জের ভুটকি গন্ডার মোড় এলাকায় একটি স্থানীয় লটারির দোকানে সেসময় গল্পগুজব করছিলেন তৃণমূল নেতা তথা চা বাগানের মালিক। সেসময় বাইক নিয়ে আসে অজ্ঞাত পরিচয় দুই দুষ্কৃতী।
বাইকের স্টার্ট চালু রেখেই বাইকের পেছনে থাকা এক যুবক সলেমনের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি ছিটকে গিয়ে লাগে লটারির বিক্রেতা তৃনমুল সমর্থিত ব্যক্তির।