নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৪ জানুয়ারি, বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি ও ছাত্র-যুব উৎসব কমিটির ব্যবস্থপনায় বৃহস্পতিবার শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কাটোয়া ২নং ব্লকে বর্ণাঢ্য পদযাত্রা সহ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লক যুব আধিকারিক নুরুল আমিন মণ্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী।আয়োজিত মোট ৩৩ টি ইভেন্টে প্রায় ৫৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন এদিন।
উৎসব কমিটির পক্ষ থেকে দুপুরে ছাত্র ছাত্রীদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজনও করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সসম্মানে পুরস্কৃত করা হয়। এদিন অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে ভীড় জমান।