নেতা অভিনেতারা গ্রামে চলুন যেমন গিয়েছেন প্রকাশ রাজ। দক্ষিণী সিনেমার খল নায়ক প্রকাশ রাজ। তার মত ভিলেন অন্যকোন ভাষার সিনেমায় পাওয়া যাবে কিনা সেটা তর্কের বিষয়। তবে তিনি প্রথম তিনে থাকবেনই। সেই প্রকাশ যতই কঠোর নিষ্ঠুর ভিলেন হিসাবে সিনেমাপ্রেমীদের মনে স্থায়ীভাবে স্থান করে নিন না কেন আদতে তিনি একজন মহাপ্রাণ। তিনি একটি গ্রামকে নিয়ে তার উন্নয়ন করে গ্রামের চেহারাই বদলৈ দিয়েছেন। তা নিয়ে মিডিয়ায় বেশ হৈচৈ পড়ে গেছে। সিনেমায় তার চরিত্র দেখে মনে হবে তিনি এক সদাশয় নায়ক।
সিনেমার বাইরে বাস্দতব জীবনের নায়ক। সিনেমায় দমদার অ্যাকশন করে নায়িকাকে বাঁচানো নয়। বাস্তবের নায়ক সেই যে বাস্তব জীবনে নায়কোচিত কোনো কাজ করে দেখান। ঠিক যেমনটা করে দেখালেন অভিনেতা প্রকাশ রাজ। দক্ষিণী সিনেমার ও বলিউডের একজন নামী অভিনেতা প্রকাশ রাজ। প্রকাশের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের দিকেও কিন্তু ঝোঁক রয়েছে তাঁর যা শুনলে অবাক হবেন আমজনতা। সম্প্রতি একটি গোটা গ্রাম দত্তক নিয়েছিলেন প্রকাশ রাজ।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
সেই গ্রামের যা উন্নয়ন তিনি করেছেন তা দেখে চমকিত সকলেই। দত্তক নেওয়ার পরে গ্রামের ভোলই বদলে দিয়েছে প্রকাশ। সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।তেলেঙ্গানার মহবুবনগর জেলার কোন্ডারেড্ডিপল্লী নামে একটি গ্রাম দত্তক নিয়েছেন প্রকাশ রাজ। সেই গ্রামের এখনকার রূপ কেমন? সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে যা দেখে বাস্তবিকই চমকে যেতে হয়। পরিস্কার পরিচ্ছন্ন বাঁধানো রাস্তাঘাট। দুপাশে সবুজ গাছপালা, সুন্দর রঙ করা বাড়ি। সবটাই যেন ছবির মতো সাজানো।প্রতিটি ছবিতেই গ্রামের উন্নয়নের ছাপ স্পষ্ট।
স্থানীয় নেতা, বিধায়কদের সঙ্গে মিলে গ্রামের উন্নয়নের কাজে হাত লাগিয়েছেন প্রকাশ রাজ। যে ভাবে অখ্যাত গ্রামটির সামগ্রিক ছবিটা তিনি পালটে দিয়েছেন তাতে খুশি গ্রামবাসী থেকে শুরু করে অন্যরাও।সদ্য মুক্তি পেয়েছে প্রকাশ রাজের আরো একটি ছবি। তামিল ছবি ‘পন্নিয়িন সেলভন’এ অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই সবথেকে বড় ব্লকবাস্টার ঘোষনা করা হয়েছে ছবিটিকে। প্রশংসিত হয়েছে প্রকাশ রাজের অভিনয়ও। আশা সকল নেথা অভিনেতা আজ এভাবেই সাধারণ গ্রামিন মানুষের পাশে দাড়ান কেননা গ্রাম এখনো অনেকটাই পিছিয়ে গ্রামিন ভারত।