আজ শুরু হল শিলিগুড়ি থেকে ভারত-নেপাল বাস পরিষেবা

আজ শুরু হল শিলিগুড়ি থেকে ভারত-নেপাল বাস পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নেপাল

আজ  শুরু হল শিলিগুড়ি থেকে ভারত-নেপাল বাস পরিষেবা। প্রায় ২ বছর ধরে শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তই বন্ধ ছিল করোনা অতিমারীর কারণে। অবশেষে সেই বাস পরিষেবা চালু হচ্ছে সোমবার ৮ নভেম্বর থেকে।

 

ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দু’দেশের পর্যটনের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। খুশি দুদেশের নাগরিক ও পর্যটকরাও। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে ভারত-নেপাল বাস পরিষেবা। আজ সোমবার ৮ নভেম্বর কাটমান্ডু থেকে প্রথম বাসটি যাত্রা শুরু করবে। অন্যদিকে মঙ্গলবার ফিরতি পথে প্রথম বাসটি শিলিগুড়ি থেকে রওনা হবে।

 

আর ও পড়ুন    একটানা প্রবল বৃষ্টিতে ফের বিধ্বস্ত চেন্নাই নগরী

 

তবে আগে ১২৫০ টাকা ভাড়া থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে ভাড়া সামান্য বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাস ওনার্স বুকিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তোষ সাহা। ভ্যাকসিনের দুটি ডোজ থাকলে কিংবা ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নিয়ে আসলে বোর্ডিং করা যাবে। সেই সঙ্গে ভারতীয় যাত্রীদের ভোটার কিংবা আধার কার্ডের হার্ড কপি রাখতে হবে। আপাতত একদিন অন্তর বাস মিলবে শিলিগুড়ি ও কাটমান্ডু থেকে। যে বাসটি আসবে, সেটিই ফিরবে। পরে যাত্রী বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে। নিয়মিত করা হবে।

 

আপাতত মঙ্গল, বৃহস্পতি ও শনিবার শিলিগুড়ি থেকে কাটমান্ডু যাওয়ার বাস মিলবে। জানা গিয়েছে ২০১৯ সালের শেষে শিলিগুড়ি থেকে সরাসরি কাটমান্ডু যাওয়ার বাস পরিষেবা চালু হয়। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে তা অত্যন্ত জনপ্রিয় হয়। প্রতিদিনই টিকিটের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছিল। সেই সঙ্গে আরও বাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

 

তবে করোনার কারণে ২০২০ সালের মার্চে লকডাউন-১ শুরু হলে বাস পরিষেবা থমকে যায়, সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এখন দেখেনিন কোথা দিয়ে যাবে এই বাস। শিলিগুড়ি জংশন থেকে বাস ছেড়ে কাঁকড়ভিটা, বিরতা মোড়, দমক, ইটাহারি, লালগড়, নৌবিশ হয়ে কাটমান্ডু পর্যন্ত যাবে। নির্ধারিত দিনে বিকেল ৩ টার সময় রওনা হবে কাটমান্ডুর বাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top