বিদেশ – নেপালে অবিরাম বর্ষণ ও তার জেরে হওয়া ভূমিধস দেশটির বিভিন্ন অঞ্চলে সৃষ্টি করেছে মারাত্মক বন্যা পরিস্থিতি। এই দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সরকারি সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির ফলে দেশের অন্তত ১১টি জাতীয় মহাসড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যার ফলে অনেক পাহাড়ি অঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২১শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা বার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখার নির্দেশ দিয়েছে।
বিশেষত কোশি, তমোর, অরুণ, তমাকোশি, দুধকোশি, কানকাই এবং বাগমতী নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের নিম্নাঞ্চলগুলোতেও প্লাবনের সম্ভাবনা রয়েছে। প্রশাসন থেকে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।
