নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতা সভা জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এলাকার জনপ্রতিনিধি ও ঈমামদের সঙ্গে নিয়ে একটি সচেতনতামূলক বার্তা দিতে সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে।
এদিন সভায় এলাকার জনপ্রতিনিধি ও ঈমামদের নিয়ে মাদক বিরোধী প্রচার নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সচেতনতা করতে ও নেশা মুক্ত সমাজ গড়ে তোলার আবেদন করেন জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি কাজী হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও মসজিদের ঈমাম ও বিশিষ্ট ব্যক্তিরা। মূলত জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদক বিরোধী ও সচেতনতা বার্তা দিতেই এই সভা অনুষ্ঠিত হয়। জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি কাজী হাসানুজ্জামান বলেন ,আমরা চাইছি সমাজ থেকে নেশাকে দূর করা ৷
আরও পড়ুন – ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পদক পেল দিনহাটা কলেজের তিন পড়ুয়া
কাজের সূত্রে আমরা দেখছি, অল্পবয়সি ছেলেমেয়েরা ব্রাউন সুগারের মতো মাদকে আসক্ত হয়ে পড়ছে ৷ তারা মদ্যপানও করছে ৷ তাদের অভিভাবকরা এনিয়ে কোনও খোঁজখবর রাখেন না ৷ তাঁরা এসব বোঝেনও না ৷ আমরা বেশ কিছু নেশা মুক্তিকেন্দ্রে গিয়ে দেখেছি, অনেক শিক্ষিত ছেলে নেশার ফাঁদে পা দিয়ে কার্যত ডুবে গিয়েছে ৷ আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ৷ এই ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমরা দায়বদ্ধ। মাদকের নেশায় এখনও অনেকে মজে আছেন। সমাজ তাদের ঘৃন্য নজরে দেখে। পরিবার ও সমাজ সহানুভূতির সঙ্গে একটু এগিয়ে এলেই চিকিৎসার দ্বারা ওই নেশাসক্তরাও সমাজের মূল স্রোতে ফিরতে পারবে।এইসচেতনতা বার্তা দিতেই এই সভা করা হয়। নেশামুক্ত সমাজ