দক্ষিণ ২৪ পরগনা – দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের শুকদেবপুর গ্রামে নেশার টাকা না পেয়ে রাগের মাথায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। নিহত ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য, আর অভিযুক্ত তাঁর ছেলে সুপ্রিয় বৈদ্য। পুলিশ সূত্রে জানা গেছে, নেশার অভ্যাসের জন্য মাঝেমধ্যেই বাবার কাছ থেকে টাকা চাইত সুপ্রিয়। শনিবারও একইভাবে টাকা চাইলে হরেন্দ্রনাথ বৈদ্য তা দিতে অস্বীকার করেন। এই নিয়ে শুরু হয় তীব্র বচসা, আর সেই রাগে ধারালো অস্ত্র হাতে নিয়ে বাবার ওপর চড়াও হয় অভিযুক্ত। পরপর কোপ মেরে ঘরের উঠোনে ফেলে রেখে পালিয়ে যায় সে।
বাবা ও ছেলে একসঙ্গে ওই বাড়িতে থাকলেও প্রথমে প্রতিবেশীরা কিছু টের পাননি। পরে গভীর রাতে সুপ্রিয়কে বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। স্থানীয়রা খোঁজখবর নিয়ে জানতে পারেন, সে বাবাকে কুপিয়ে খুন করেছে। দ্রুত খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় হরেন্দ্রনাথ বৈদ্যকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত সুপ্রিয়কে পরে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে টাকা চাওয়ার কথাই স্বীকার করেছে। স্থানীয়দের দাবি, এর আগেও নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হত, যা শেষমেশ মর্মান্তিক খুনে গিয়ে পৌঁছল।
