নিজস্ব সংবাদদাতা,দমদম, ২১ শে এপ্রিল :নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে মানসিক ও শারীরিক নির্যাতন । আশঙ্কাজনক কিশোর , অভিযোগ দায়ের থানায় ।
নেশা থেকে মুক্ত করার বছর ১৫ নবম শ্রেণী পড়ুয়া কিশোরকে ভর্তি করা হয়েছিল মসলন্দপুর এর স্বস্তি ফাউন্ডেশন নামে একটি নেশা মুক্তি কেন্দ্রে । জানা গিয়েছে মাস ছয়েক আগে দমদমের বাসিন্দা শুভজিত পাল অত্যাধিক নেশা করার জন্য তার পরিবার এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করে । নেশা ছড়িয়ে দেওয়া হবে তাই প্রতি মাসে ৫০০০ টাকা করে এই ফাউন্ডেশনকে দিত এই কিশোরের পরিবার। শুভজিৎ এর মামা আমাদের জানায় শুভজিৎ নবম শ্রেণি পড়ুয়া ওই বয়সেই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছিল যার ফলে পরিবার মাস ছয়েক আগে এই নেশা মুক্তি কেন্দ্র ভর্তি করে। কেমন আছে তাদের ছেলে ? কয়েকদিন আগে তাকে দেখতে চেয়েছিল পরিবার । কিন্তু দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার নেশা মুক্তি কেন্দ্র থেকে ফোন করে শুভজিতের পরিবারকে বলা হয় তাদের ছেলে অসুস্থ স্থানীয় নার্সিংহোমে ভর্তি রয়েছে। নার্সিংহোমে গিয়ে পরিবার দেখতে পারে শুভজিতের অবস্থা অত্যন্ত খারাপ । এর পর তড়িঘড়ি তার পরিবার তাকে নিয়ে যায় পিজি হাসপাতালে । বর্তমানে ওই কিশোর পিজি হাসপাতালের মানসিক বিভাগের অধীন চিকিৎসাধীন রয়েছে । সে কথা বলতে পারছে না তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হতে বসেছে । নেশা ছাড়ানোর নাম করে এই কিশোরকে প্রচন্ড মারধর করা হতো তার নমুনা তার সারা শরীরে অজস্র দাগ দেখা গিয়েছে । শুভজিৎ এর পরিবার চায় নেশা ছাড়ানো নাম করে যারা শুভজিৎ এর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করল তাদের যেন কঠিন সাজা হয় ।
নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে মানসিক ও শারীরিক নির্যাতন
নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে মানসিক ও শারীরিক নির্যাতন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram