
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ই জানুয়ারী : নৈহাটি থানার গরিফা এলাকায় বিজেপির দলীয় অফিসে আগুন।পুড়িয়ে মারার চেস্টা বিজেপি কমি’ সুব্রত দাস কে।অল্পের জন্য রেহাই সুব্রত দাস।দরজা খুলে বেরোতে গিয়ে তার হাত পুড়ে যায়।নৈহাটি থানায় অভিযোগ দায়ের।অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সি,সি টি,ভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরনের চেস্টা পুলিশের।তবে বিজেপির অভিযোগ তৃনমুলের দুস্কৃতিরাই এই কাজ করেছে।সুব্রত দাসের অভিযোগ বিজেপির সক্রিয়তা কে নষ্ট করার জন্য তৃনমুল এই কাজ করছে।
তবে তৃনমুলের নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চাটারজীর দাবি তাদের দলের কোন কমি’ এই কাজের সাথে যুক্ত নেই।আইন আইনের মতো কাজ করবে।



















