নিজস্ব সংবাদদাতা,নৈহাটি ,৩০ শে এপ্রিল :নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমা বাজি।দুই রাউন্ড গুলি চলে বলে অভিযোগ ভুক্তভোগী বাসিন্দাদের। বোমাবাজিতে আতংকিত এলাকাবাসী।
ভুক্তভোগী বিমল দাস @ ভীম এর অভিযোগ হঠাৎ বোমের আওয়াজ এ কেপে ওঠে বাড়ি ঘর। এরপরে আতংকিত হয়ে চেচামেচি করতেই দুস্কৃতিরা পালিয়ে যায়। দুস্কৃতিরা মুখে রুমাল বেধে এসেছিলো বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে ভুক্তভোগী বিমল দাস ও নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এর অভিযোগ দুকৃতিরা সবাই বিজেপীর কমি’। তাই বেছে বেছে তৃনমুল কমি’দের আক্রমণ করছে।বেশির ভাগই গভীর রাত্রে আক্রমণ করছে।
নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমাবাজি
নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমাবাজি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram