নদিয়া – আজ সকালে নৈহাটি স্টেশনে ডাউন রামপুরহাট লোকাল থেকে নামে চার ব্যক্তি। তাঁদের হাতে একাধিক ব্যাগ দেখে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তারা জিআরপি-র সঙ্গে যোগাযোগ করে। এরপর যৌথ তল্লাশিতে মেলে বড় সাফল্য— চারজনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৭৭ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কোথা থেকে এত বিপুল পরিমাণ গাঁজা এনেছে এবং কোথায় তা নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। প্রাথমিকভাবে অনুমান, এই গাঁজা চক্রটি রাজ্যের বাইরে থেকে মাদক এনে কলকাতা ও আশপাশের জেলায় সরবরাহ করত।
রেল স্টেশনের মতো ব্যস্ত জায়গায় এত বিপুল মাদকের চালান ধরা পড়ায় রেল পুলিশ ও আরপিএফের সতর্ক ভূমিকা প্রশংসিত হয়েছে।
