শোভন-বৈশাখীকে নিয়ে নোংরা সস্তা গানে মাতলেন অনীক ধর।সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে এর আগে বহু ট্রোল এমনকি মহালয়ার সুরে গান বাঁধাও হয়েছে। এবার মজার মিউজিক বানিয়ে ফেললেন স্বয়ং সা রে গা মা পা 2007 এর বিজয়ী অনীক ধর।
সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই নিমেষের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। সঙ্গে সঙ্গে অনীক ধরের মত এমন জনপ্রিয় সংগীত শিল্পীর রুচিহীন ছেলে খেলা দেখে বেজায় চটেছেন সঙ্গীতপ্রেমীরা।
“শোভন-বৈশাখী ওয়ালা পেয়ার” নামের ওই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে অনীক স্বয়ং সেজেছে শোভন এবং পাশে একজন লাল বেনারসি পরিহিতা সেজেছে বৈশাখী। দুজনেই টোটো চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আর গান গাইছেন গলা ছেড়ে।এমন রুচিহীন ভাষা শুনে ক্ষেপেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
ক্ষোভ উগরে দিয়ে একজন লিখেছেন “একটাই কথা, আপনার মতন গায়কের কাছ থেকে এমন একটা নোংরা সস্তা গান আশা করিনি। অবশ্য আপনারা শুধু মাত্র আয় করার উদ্দেশ্যে মূল্য বিক্রি করতে পারেন। অনেক অভিনন্দন।” পাশাপাশি অনুশোচনার শুরে একজন লিখেছেন, “তোমাকে বেকার সা রে গা মা পা জিতিয়েছিল। সত্যি বলছি!”
উল্লেখ্য, শোভন-বৈশাখীকে নিয়ে নোংরা সস্তা গানে মাতলেন অনীক ধর।সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেন্সেশন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে এর আগে বহু ট্রোল এমনকি মহালয়ার সুরে গান বাঁধাও হয়েছে। এবার মজার মিউজিক বানিয়ে ফেললেন স্বয়ং সা রে গা মা পা 2007 এর বিজয়ী অনীক ধর। সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই নিমেষের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। সঙ্গে সঙ্গে অনীক ধরের মত এমন জনপ্রিয় সংগীত শিল্পীর রুচিহীন ছেলে খেলা দেখে বেজায় চটেছেন সঙ্গীতপ্রেমীরা।
“শোভন-বৈশাখী ওয়ালা পেয়ার” নামের ওই মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে অনীক স্বয়ং সেজেছে শোভন এবং পাশে একজন লাল বেনারসি পরিহিতা সেজেছে বৈশাখী। দুজনেই টোটো চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আর গান গাইছেন গলা ছেড়ে।এমন রুচিহীন ভাষা শুনে ক্ষেপেছেন নেটিজেনদের একটা বড় অংশ।