রবিঠাকুরের জন্মদিনে চুরি যাওয়া নোবেল পদক উদ্ধারে সিবিআইকে চাপ দিল তৃণমূল! কেটে গিয়েছে ১৮ বছর। তবু উদ্ধার হয়নি কবিগুরুর চুরি যাওয়া সেই নোবেল পদক। সিবিআই এই তদন্তের দায়িত্বভার ছেড়ে দিলে কবিগুরুর নোবেল খোঁজার তদন্তে প্রস্তুত রাজ্য বলে জানাল তৃণমূল।তৃণমূলের তরফে এও বলা হয়েছে,”চুরি হওয়া সেই নোবেল পদক অবিলম্বে উদ্ধার করুক সিবিআই। তদন্ত কতদূর অবধি পৌছল, এবার তাঁরা সেটা প্রকাশ্যে আনুক।” জানা যাচ্ছে, রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মবার্ষিকীকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে এই দাবিকেও আরও জোরালো ভাবে তুলে ধরল রাজ্যের শাসকদল তথা তৃণমূল সরকার।
এছাড়া সিবিআই এই তদন্তের দায়িত্বভার ছেড়ে দিলে কবিগুরুর নোবেল খোঁজার তদন্তে প্রস্তুত রাজ্য বলেও জানানো হল।প্রসঙ্গত, রাজ্য-রাজনীতিতে বিজেপি বারবার সিবিআই, সিবিআই রব তুলছে।আর হয়ত তাই, নোবেল তদন্তে সিবিআই-র ব্যর্থতাকে হাতিয়ার করে পালটা প্রচার তীব্রতর করছে তৃণমূল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।প্রসঙ্গত, ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পেয়ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৬১ তম জন্মদিনের আগে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ছে নোবেল কমিটি।দ্য নোবেল প্রাইজ ওয়েব সাইটে, তাঁর নিজের হাতে লেখা জনগণমন-র ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপিটি প্রকাশ করেছে নোবেল কমিটি বলে সূত্রের খবরে জানা গিয়েছে।
উল্লেখ্য, কেটে গিয়েছে ১৮ বছর। তবু উদ্ধার হয়নি কবিগুরুর চুরি যাওয়া সেই নোবেল পদক। সিবিআই এই তদন্তের দায়িত্বভার ছেড়ে দিলে কবিগুরুর নোবেল খোঁজার তদন্তে প্রস্তুত রাজ্য বলে জানাল তৃণমূল।তৃণমূলের তরফে এও বলা হয়েছে,”চুরি হওয়া সেই নোবেল পদক অবিলম্বে উদ্ধার করুক সিবিআই। তদন্ত কতদূর অবধি পৌছল, এবার তাঁরা সেটা প্রকাশ্যে আনুক।” জানা যাচ্ছে, রবীন্দ্রনাথের ১৬১ তম জন্মবার্ষিকীকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে এই দাবিকেও আরও জোরালো ভাবে তুলে ধরল রাজ্যের শাসকদল তথা তৃণমূল সরকার।
এছাড়া সিবিআই এই তদন্তের দায়িত্বভার ছেড়ে দিলে কবিগুরুর নোবেল খোঁজার তদন্তে প্রস্তুত রাজ্য বলেও জানানো হল।প্রসঙ্গত, রাজ্য-রাজনীতিতে বিজেপি বারবার সিবিআই, সিবিআই রব তুলছে।আর হয়ত তাই, নোবেল তদন্তে সিবিআই-র ব্যর্থতাকে হাতিয়ার করে পালটা প্রচার তীব্রতর করছে তৃণমূল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।প্রসঙ্গত, ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পেয়ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৬১ তম জন্মদিনের আগে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ছে নোবেল কমিটি।দ্য নোবেল প্রাইজ ওয়েব সাইটে, তাঁর নিজের হাতে লেখা জনগণমন-র ইংরেজি অনুবাদের পাণ্ডুলিপিটি প্রকাশ করেছে নোবেল কমিটি বলে সূত্রের খবরে জানা গিয়েছে।