নোয়াপাড়া থানা ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। নোয়াপাড়া থানা ও স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস পরিবারের পক্ষ থেকে প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারদের প্রায় ৩০ জন শিশুদের পুজো মন্ডপ ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছিল।
সকাল থেকেই এই পুজো পরিক্রমা কে কেন্দ্র করে থানার সমস্ত পুলিশকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিমা দর্শনের শুভারম্ভে শিশুদের মধ্যে
প্রাতরাশ পরিবেশন। তারপর গাড়িতে করে বিভিন্ন পুজো মণ্ডপ পরিক্রমা করে দুপুরে মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে কচিকাঁচাদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠলেন থানার আধিকারিক,পুলিশ কর্মী থেকে শুরু করে প্রয়াস গ্রুপের সমস্ত শুভাকাঙ্খীরা। পুলিশের চাকরি পেশার প্রতি পরতে পরতে দায়িত্ববোধ জড়িয়ে আছে।
আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু
পুলিশ শুধুমাত্র নির্দিষ্ট ডিউটি করবেন বিনিময় মাষান্তে বেতন পাবেন।এই সরলরৈখিক ব্যাখ্যাকে নস্যাৎ করে দিয়ে বিভিন্ন পুজো পার্বণ ও সামাজিক অনুষ্ঠানে থানার এ ধরনের মানবিক উদ্যোগকে অঞ্চলের মানুষরা সাধুবাদ জানিয়েছেন। বহু ক্ষেত্রে পেশাগত সম্পর্ক ছাপিয়ে এক অপত্য স্নেহ, শ্রদ্ধা,পথপ্রদর্শক ,কখনো অভিভাবক কখনোও বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় এই থানার আধিকারিক কে বলে জানান স্থানীয় মানুষরা।
অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা সঙ্গীতা মজুমদার বলেন, সমস্ত পুজো পার্বনে শিশুদের শামিল করতে হবে। এতে শিশুদের মানসিক ও মেধার বিকাশ ঘটে। এ ধরনের শিশুদের কিছু মানুষ অসহায় বলে প্রতিপন্ন করতে চায় তাদের উদ্দেশ্যে তার একটিই বার্তা “মানবিক” হওয়ার আহ্বান।