কলকাতা – সোমবার সকাল থেকে কলকাতা মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। নোয়াপাড়া মেট্রো স্টেশনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল। এর ফলে অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
দমদম থেকে আপ লাইনে মেট্রো চলাচল অনিয়মিত হওয়ায় একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। মেট্রো বন্ধ হওয়ায় বহু যাত্রী বিকল্প পরিবহন খুঁজতে ব্যস্ত হয়েছেন, যা যানজটে অল্প পরিমাণ চাপ সৃষ্টি করেছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, নোয়াপাড়া স্টেশনে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের পর ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।
তবে সকালের ব্যস্ত সময়ে এই ধরনের সমস্যা নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের অভিযোগ, প্রযুক্তিগত সমস্যার আগাম কোনো তথ্য না দিয়ে যাত্রীদের অসুবিধা বাড়িয়েছে কর্তৃপক্ষ।
