নোয়াপাড়া স্কুলের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে রক্তদানে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। নয়া জামানা,রায়গঞ্জঃ সোমবার দুপুরে এক অভূতপূর্ব সাড়া পড়ল একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে। রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্ভুক্ত নোয়াপাড়া প্রাথমিক স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত রক্তদান শিবিরের রক্তদানে এগিয়ে এলেন গ্রামের মহিলারাই।
জানা গেছে, রায়গঞ্জ ব্লকের অন্তর্ভুক্ত নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়টি এবছর পালন করছে তাদের স্থাপনার ৫০ বছর। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সোমবার স্কুল চত্বরে আয়োজিত হল প্রথম রক্তদান শিবির। এদিনের এই শিবিরে রক্তদাতাদের অধিকাংশই ছিলেন মহিলা এবং তারা প্রত্যেকেই প্রথম বারের রক্তদাতা বলে জানালেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ রায়। তিনি বলেন, স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠান সাজানো হয়েছে।
এতে স্কুলটির জমিদাতা গয়ানাথ সরকারের উদ্যোগে স্কুলে প্রথম বার রক্তদান শিবির আয়োজিত হয়। এতে মোট ২২ জন রক্তদাতা রক্তদান করেন। যারা রক্তদান করলেন, তাদের মধ্যে ১৬ জন মহিলা এবং তারা প্রথম বার রক্তদান করলেন। এছাড়াও এদিন স্কুলের শিশুদের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে পড়ুয়াদের রুটিন চেক আপ করা হয়।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
এদিনের শিবিরে জীবনের প্রথম বার রক্তদান করতে পেরে ভীষণ খুশি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন জীবনে প্রথম বার রক্তদান করলেন ফেলো বালা রায় বর্মন, ছায়া বর্মন, স্বাত্তনা বর্মন, অনিতা বর্মন, শকুন্তলা বর্মন, পিংকি বর্মন, কল্পনা বর্মন সহ একাধিক গৃহবধূ।
তারা বলেন, জীবন প্রথম বার রক্তদান করলাম৷ ভীষণ খুশি মনে হচ্ছে। আগামী দিনে আবারও প্রয়োজন পড়লে রক্তদান করব। এছাড়াও অন্য মানুষকেও রক্তদান করতে উদ্বুদ্ধ করব। এভাবেই রক্তদানের ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি নতুন রক্তদাতারা এগিয়ে এলে রক্তদান আন্দোলনে জোয়ার আসবে বলেই বিশ্বাস রক্তদান আন্দোলনের সাথে জড়িত স্বেচ্ছাসেবীদের। নোয়াপাড়া স্কুলের