নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- করোনা সংক্রমণের আবহে বদলে গিয়েছে স্বাভাবিক জীবনের ছন্দ। সংক্রমনে লাগাম টানতে মাস্ক পড়ার পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা। নো মাস্ক নো গুডস নির্দেশের পর এবারে নো মাস্ক নো মার্কশীট নিয়ম চালু করলো রায়গঞ্জ করোনেশন হাইস্কুল কর্তৃপক্ষ।
শুক্রবার ছিল মাধ্যমিকের মার্কশীট বিতরন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয় মাস্ক ও অন্যান্য স্বাস্থবিধি না মানলে মার্কশীট অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে না। সেইমতো এদিন সমস্ত অভিভাবক মাস্ক পড়ে ও অন্যান্য স্বাস্থবিধি মেনে মার্কশীট সংগ্রহ করেন। বিদ্যালয়ের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। অন্যদিকে প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী বলেন,” কোভিড পরিস্থিতিতে সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখেই মাস্ক পড়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কশীট অভিভাবকদের হাতে তুলে দিয়েছি।