নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- নৌকার মধ্যে জুয়া খেলার অভিযোগে রবিবার সন্ধ্যায় নদিয়ার মায়াপুর তারিণীপুরের বিরাজ প্রভুরঘাট থেকে আট জুয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ঊনআশি হাজার টাকা, আটটি মোবাইল ফোন এবং রান্নার সরঞ্জাম।। গোপন সূত্র খবর পায় পুলিশ মায়াপুরের তারিণীপুরের বিরাজ প্রভুরঘাটে নৌকার মধ্যে জুয়া খেলা চলছে। রবিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বিদিশা কালিতার নেতৃত্বে পুলিশ বাহিনী হানা দেয়। আটজন জুয়ারিকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কারও বাড়ি কৃষ্ণনগর,কারো ধুবুলিয়া, কার বা বাড়ি স্বরূপগঞ্জে। সোমবার ধৃতদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
নৌকার মধ্যে জুয়া খেলার অভিযোগে আট জুয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ।
নৌকার মধ্যে জুয়া খেলার অভিযোগে আট জুয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram