নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে বচসায় মৃত্যু এক ব্যক্তির । নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় ব্রিজের উপর থেকে গায়ে প্রস্রাব করে দেয়ার অভিযোগে দুই দলের মধ্যে বচসায় মৃত্যু হয় এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২8 পরগনার বাগদার নাটাবেড়িয়া এলাকার বাজিতপুরের। গত সোমবার গভীর রাতে রবীন্দ্রনাথ বিশ্বাস নামে এক ব্যক্তি নৌকায় করে কিছু লোককে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন। নাটাবেড়িয়া পঞ্চায়েতের বাজিতপুর ব্রিজের নিচ থেকে যাওয়ার সময়। ব্রিজের উপর থেকে চার থেকে পাঁচ জনের দল রবীন্দ্র বাবুদের উদ্দেশ্যে টোন টিটকারি কাটতে থাকে এবং ব্রিজের উপর থেকে তাদের গায়ে প্রস্রাব করে দেয় বলে অভিযোগ।
নৌকা থেকে ব্রিজের উপর উঠে আসে রবীন্দ্রনাথ বাবুরা। এরপর দুই দলের মধ্যে বচসা ও হাতাহাতির হতে থাকে। বচসা হাতাহাতিতে গুরুতর আহত হয় রবীন্দ্রনাথ বিশ্বাস নামে ব্যক্তি। আহত ব্যক্তিকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা।রবীন্দ্রনাথ বিশ্বাস কে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মীরা। সোমবার দিন গভীর রাতেই মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বনগাঁ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের পর। পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়।মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ নিয়ে ও টায়ার জ্বালিয়ে বাগদার বনগাঁ দত্তপুলিয়া সড়কের বাজিতপুর বাজারে অবরোধ করে।
গ্রামবাসিদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে অবরোধ চালবে এমনটাই দাবি এলাকাবাসীর।এরপর নাটাবেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। অবরোধকারীদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায়পরিস্থিতি পুলিশ ফাঁড়ির নাগালের বাইরে চলে যাওয়ায় বাগদা থানার বিশাল পুলিশবাহিনী আসে। অবরোধকারীদের হাটাবার জন্য পুলিশ লাঠিচার্জ করে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট মারতে থাকে। ইটের গায়ে আহত 8 পুলিশ কর্মী। পুলিশ ধরপাকড় করে। এই ঘটনায় চারজন গ্রাম বাসিদের গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। চারজনের নাম প্রসেজিৎ বিশ্বাস(৩২),মহাদেব কর্মকার(৬২),সাধন ঘোষ(২৮),রবিন কর্মকার(৩8) এদের প্রত্যেককে আজ পুলিশ বনগাঁ মহাকুমা আদালতে পেশ করে।