মাধ্যমিক পাশেই নৌসেনায় চাকরির সুযোগ, ২৭৫টি পদে নিয়োগ। আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ওয়েবসাইটি গিয়ে আবেদন করা যেতে পারে। সেই সরকারি ওয়েবসাইটটি হল apprenticeship.org। আবেদনের মাধ্যমে ভারতীয় নৌসেনা-র ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে কাজের সুযোগ পাওয়া যেতে পারে। সেখানে ২৭৫টি পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৫ ডিসেম্বর।
কী ভাবে নিয়োগ করা হবে
জানা যাচ্ছে, দু’টি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপটি হল লিখিত পরীক্ষা। আর তারপরের ধাপ ইন্টারভিউ। আবেদনপত্র খতিয়ে দেখে লিখিত পরীক্ষার জন্য কল লেটার পাঠানো হবে। লিখিত পরীক্ষায় অবজেকটিভ ধরনের প্রশ্ন আসবে। এর মধ্যে ৫০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে অঙ্কের জন্য বরাদ্দ রয়েছে ২০, সাধারণ বিজ্ঞানের জন্য ২০ এবং সাধারণ জ্ঞানের জন্য ১০ নম্বর। প্রতিটি প্রশ্নের জন্য দেড় নম্বর করে থাকবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ- ৫ ডিসম্বর, ২০২১ আবেদন পাঠানোর শেষ তারিখ- ১৪ ডিসেম্বর, ২০২১ সব ক্ষেত্রেই লিখিত পরীক্ষা নেওয়ার দিন- ২৭ জানুয়ারি, ২০২২ পরীক্ষার ফল ঘোষণা করা হবে- ২৯ জানুয়ারি, ২০২২ ইন্টারভিউ নেওয়া হবে- ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি, ২০২২ মেডিক্যাল পরীক্ষার দিনক্ষণ- ৭-১৫ ফেব্রুয়ারি, ২০২২
আর ও পড়ুন পাত্রীর অন্তর্বাস এবং কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, তুমুল বিতর্ক
যাঁরা অ্য়াপ্রেন্টিস পদের জন্য আবেদন করবেন, তাঁদের শিক্ষার যোগ্যতার ব্যাপারে জেনে নেওয়া যাক। তাঁদের এসএসসি বা ম্যাট্রিক বা দশম শ্রেণির পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এর পাশাপাশি তাঁদের ৬৫ শতাংশ নম্বর নিয়ে আইটিআই পাশ করতে হবে। শিক্ষার যোগ্যতা সম্পর্কে পুরো তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তি দেখতে হবে।