নয়া ব্যবস্থা চালু পরিবহন দফতরের! এবার সরকারি বাসের ঠিকানা জানা যাবে গুগলে সার্চ করেলই

নয়া ব্যবস্থা চালু পরিবহন দফতরের! এবার সরকারি বাসের ঠিকানা জানা যাবে গুগলে সার্চ করেলই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়া ব্যবস্থা চালু পরিবহন দফতরের! এবার সরকারি বাসের ঠিকানা জানা যাবে গুগলে সার্চ করেলই।
গরমে আর অপেক্ষা করতে হবে না বাসের জন্য, এবার সরকারি বাসের ঠিকানা জানা যাবে গুগলে । গরমে রোদফাটা দুপুরে আর অপেক্ষা করতে হবে না বাসের জন্য। এবার পরিবহন দফতরের তরফ থেকে চালু হলো নয়া ব্যবস্থা। জানা যাচ্ছে, বাসস্টপে দাঁড়িয়েই গুগলে সার্চ করলেই মিলবে সরকারি বাসের হদিশ। শহরের যে কোনও বাসস্টপে দাঁড়িয়ে ইংরেজিতে বাস বিটুইন লিখে গন্তব্যের নাম এবং নির্দিষ্ট স্টপের নাম লিখে সার্চ করলেই জানা যাবে সংশ্লিষ্ট বাসের সময় এবং অবস্থান। নিগমে সূত্রে খবর, এর জন্য কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না।  জানা যাচ্ছে, আগামী মে মাস থেকেই চালু হবে এই নিয়ম।

আরও পড়ুন – পেইন ম্যানেজমেন্ট নিয়ে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

উল্লেখ্য, ২০১৭ সালে বাসের হদিস দিতে ‘পথদিশা’ অ্যাপ চালু করেছিল রাজ্য পরিবহণ নিগম। ওই অ্যাপে জিপিএস প্রযুক্তির সাহায্যে বাসের অবস্থান এবং তা আসার সম্ভাব্য সময় জানা যেত। কিন্তু কিছু সমস্যা হওয়ার কারনে ওই অ্যাপ প্রথমদিকে জনপ্রিয়তা লাভ করলেও পরে গিয়ে সেটি ধীরে ধীরে গুরুত্ব হারায়। যার ফলে এই নয়া ব্যবস্থার আবির্ভাব। পরিবহণ নিগম সূত্রের খবর, এ বার নতুন ব্যবস্থায় গুগল ম্যাপের সাহায্য নেওয়া হচ্ছে।

 

বাসের কন্ডাক্টরদের কাছে থাকা ইলেক্ট্রনিক টিকেটিং মেশিন সিস্টেমেই নতুন ওই যন্ত্র বসানো থাকবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘নতুন ব্যবস্থা বাসের অবস্থান জানানোর পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থার উপরেও নজর রাখবে।’’ এই পরিকল্পনা রূপায়ণে গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্তা বিজয় ধাতওয়ালিয়া বলেন, ‘‘নতুন ব্যবস্থায় যাত্রীরা অনেক সহজে বাসের খোঁজ পাবেন। পাশাপাশি এই ব্যবস্থা আয় বাড়াতেও সাহায্য করবে।’’ নয়া ব্যবস্থা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top