পকেটের কড়ি খরচ করে শিশুকে হাসপাতালে ভর্তি করলেন থানার বড়বাবু। বছর ১১ শিশু কে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে মারধর গ্রামের যুবকের। অচৈতন্য অবস্থায় ছেলে কে প্রাথমিক হাসপাতালে নিয়ে এলো বাবা।
অর্থ না থাকায় অ্যাম্বুলেন্স করে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে নিয়ে যেতে পারছিলনা পরিবার।ঠিক সেই সময়ে হাসপাতালে আশা কর্মীদের বিক্ষোভ আটকাতে উপস্থিত ছিলেন থানার বড়বাবু।
শিশু অবস্থা দেখে ছুঁটে গিয়ে তড়িঘড়ি নিজের পকেটের কড়ি খরচ করে শিশু কে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়লেন মুর্শিদাবাদের সুতি থানার বড়বাবু তন্ময় ভগৎ। ওসির মানবিকতা কে কুর্নীশ জানিয়েছেন সুতি ২ ব্লক হাসপাতাল মহেশাইলের রোগী ও তার পরিবার পরিজনরা।পাশাপাশি ওসির মানবিকতা কে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে ,মঙ্গলবার দুপুর বেলা সুতির লক্ষীপুর গ্রামের ১১ বছরের শিশু অসিম সেখ বাড়ির পাসে আমবাগানে খেলা করছিল। সেই সময়ে আমবাগানে মদ পান করছিল লক্ষীপুর গ্রামের পেশায় গাড়ি চালক আকবর বাদসা। শিশু অসিম সেখ কে ডেকে জোর করে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে বেহুস করে মারধর করে। মদের নেশায় নেশাগ্রস্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকা শিশু কে বাবা রেন্টু সেখ খবর পেয়ে তড়িঘড়ি বাগান থেকে উদ্ধার করে মহেশাইল ব্লক হাসপাতালে নিয়ে যায়। শিশুর অবস্থা গুরুতর থাকায় মহেশাইল হাসপাতাল তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতালে রেফার করে দেয়।
বাদ সাধে অসহায় গরিব দিনমজুর রেন্টু সেখের কাছে টাকা না থাকা। টাকার জন্য আম্বুলেন্স করতে না পেরে যখন চরম বিপদে বাবা মা ঠিক সেই সময়ে হাসপাতালে আশা কর্মীদের বিক্ষোভ রুখতে হাসপাতালে ছিলেন থানার বড়বাবু তন্ময় ভগৎ। দুর থেকে ঘটনার আঁচ করতে পেরে ছুটে গেলেন পরিবারের কাছে সব ঘটনা জানার পরে তড়িঘড়ি শিশুকে প্রানে বাঁচাতে নিজের পকেটের কড়ি খরচ করে ডাকলেন আম্বুলেন্স।
১১ বছর শিশুকে নিজের হাতে তুলে দিলেন পাঠালেন জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে। পাসাপাসি ঔষধ পত্রের জন্য দিলেন খরচও। সুতি থানার বড়বাবুর মানবিকতা কে সাধুবাদ জানিয়ে শিশুর বাবা বাব রেন্টু সেখ বলেন পুলিস বাবু যদি টাকা না দিতো, যদি উনি আম্বুলেন্স না করে দিতেন তাহলে ছেলে কে হাসপাতালে নিয়ে আসতে পারতাম না। আমি দিনমজুর গরিব আমার ছেলে কে যে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে বেহুস করেছে সব থানার পুলিসদের কে জানিয়েছি।
যদিও সুতি থানার ওসি তন্ময় ভগৎ বলেন এটা আমার কাজ, আমার ডিউটি করেছি। তবে এই শিশুটিকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করা যুবকের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।