লকডাউন এর পক্ষে আমরা নই, বললেন ফিরহাদ

লকডাউন এর পক্ষে আমরা নই, বললেন ফিরহাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পক্ষে

লকডাউন এর পক্ষে আমরা নই, বললেন ফিরহাদ । একবালপুর ভূকৈলাশ রোডে এক ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ফিরহাদ হাকিম বললেন : কাল থেকে ১৬  টি স্কুলে ১৫ থেকে ১৮ উর্দ্ধে ভ্যাকসিন চালু হবে। এরপরে যে যে স্কুল চাইবে তাদের কেও আমরা ভ্যাকসিন দেবো। তাদেরকে আমরা কোভ্যাকসিন দেবো কোভিশিল্ড নয়।

 

দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির ত্রিপুরা যাওয়া নিয়ে কটাক্ষ করে এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন : দিলীপ ঘোষ ওরা ভাবছে ওদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা রাজনৈতিক দল আমরা সংগঠন করি যেখানে বিজেপি’র ঘোটালা হবে অত্যাচার হবে। সেখানে অভিষেকের নেতৃত্বে তৃণমূল এগিয়ে যাবে লড়াই করবে।

 

আর ও পড়ুন     সাবধান, করোনা সংক্রমণের মাঝেই হানা দিয়েছে ‘ফ্লোরিনা’ 

 

বিরোধীরা কটাক্ষ করে বলেছে তিনদিন অনুষ্ঠান করে করোনা বাড়িয়ে রাজ্য সরকার করোনা কমানোর চেষ্টা করছে সেই নিয়ে বললেন: বিরোধীরা বললেই তো হবে না আমাদের অনেক কিছু দেখতে হয়। আমাদের ইকোনমি দেখতে হয়। আমাদের মানুষ যারা রোজ আনে রোজ খায়। তাদের দিকে তাকিয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে বিরোধীরা কি বলল সেই নিয়ে কাজ করলে হবে না। মমতা ব্যানার্জিকে মানুষ দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনেক কিছু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেয়। লকডাউন এর পক্ষে আমরা নই।

 

সাধারণ মানুষকে বলবো মাস্ক পড়ে থাকুন সবাই মাস্ক পড়ে থাকলে সুরক্ষিত থাকবো। এটা ফেটাল করোনা নয় এই করোনায় অক্সিজেন স্বেচুয়েশান কমছে না জ্বর আসছে সর্দি কাশি হচ্ছে গা হাত পা ব্যাথা হচ্ছে। আর 80 ভাগই উপসর্গহীন । 3% মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাক্স পড়ুন সুস্থ থাকুন।

 

উল্লেখ্য, লকডাউন এর পক্ষে আমরা নই, বললেন ফিরহাদ । একবালপুর ভূকৈলাশ রোডে এক ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ফিরহাদ হাকিম বললেন : কাল থেকে ১৬  টি স্কুলে ১৫ থেকে ১৮ উর্দ্ধে ভ্যাকসিন চালু হবে। এরপরে যে যে স্কুল চাইবে তাদের কেও আমরা ভ্যাকসিন দেবো। তাদেরকে আমরা কোভ্যাকসিন দেবো কোভিশিল্ড নয়।দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির ত্রিপুরা যাওয়া নিয়ে কটাক্ষ করে এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন : দিলীপ ঘোষ ওরা ভাবছে ওদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা রাজনৈতিক দল আমরা সংগঠন করি যেখানে বিজেপি’র ঘোটালা হবে অত্যাচার হবে। সেখানে অভিষেকের নেতৃত্বে তৃণমূল এগিয়ে যাবে লড়াই করবে।

 

বিরোধীরা কটাক্ষ করে বলেছে তিনদিন অনুষ্ঠান করে করোনা বাড়িয়ে রাজ্য সরকার করোনা কমানোর চেষ্টা করছে সেই নিয়ে বললেন: বিরোধীরা বললেই তো হবে না আমাদের অনেক কিছু দেখতে হয়। আমাদের ইকোনমি দেখতে হয়। আমাদের মানুষ যারা রোজ আনে রোজ খায়। তাদের দিকে তাকিয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে বিরোধীরা কি বলল সেই নিয়ে কাজ করলে হবে না। মমতা ব্যানার্জিকে মানুষ দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই অনেক কিছু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেয়। লকডাউন এর পক্ষে আমরা নই।সাধারণ মানুষকে বলবো মাস্ক পড়ে থাকুন সবাই মাস্ক পড়ে থাকলে সুরক্ষিত থাকবো। এটা ফেটাল করোনা নয় এই করোনায় অক্সিজেন স্বেচুয়েশান কমছে না জ্বর আসছে সর্দি কাশি হচ্ছে গা হাত পা ব্যাথা হচ্ছে। আর 80 ভাগই উপসর্গহীন । 3% মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাক্স পড়ুন সুস্থ থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top