মায়ের পঞ্চম মৃত্যু বার্ষিকী পালন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ সহ করোনা যোদ্ধাদের উপস্থিতিতে।
বেলাকোবাতে 14 জুন মা স্বর্গীয় মহেস্বরি দেবনাথের পঞ্চম মৃত্যু বার্ষিকী পালন করলেন পুত্র সুশান্ত দেবনাথ , উত্তর বঙ্গের বিশিষ্ট করোনা যোদ্ধা সহ স্বেচ্ছা সেবীদের নিয়ে।
।অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীমতি গীতা থাপা ও দেবশ্রী ভট্টাচার্য মহাশয় । গীতা থাপা মহাশয় হলেন গ্রীন জলপাইগুড়ির সহ-সভাপতি ও ব্লাড ডোনেশন অর্গানাইজেশন এর সম্পাদক, দেবশ্রী ভট্টাচাৰ্য হলেন সেই যিনি করোনা মৃতদেহ বহন কারী গাড়ি চালিয়ে সেই দুঃসময়ে মানুষের পাশে দাড়িয়ে ছিলেন । এছাড়া উপস্থিত ছিলেন একদা উত্তরবঙ্গের রেলওয়ে দলের স্বনামধন্য খেলোয়াড় শ্রী মনোজ দত্ত মহাশয়।
আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা
যার হাত ধরে খেলোয়ার তৈরী হয়ে কম করে 60 থেকে 70 জন ছেলে কেউ আর্মি কেউ বিএসএফ কেউ পুলিশে কর্মরত আছে। বর্তমানে মনোজ দত্ত মহাশয় উত্তরবঙ্গের ফুটবল খেলোয়াড় তৈরি একমাত্র কারিগর। যার হাতে তৈরি ভাস্কর আই লিগের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য কর্মী শক্তি দাস মহাশয়। অনুষ্ঠানে 75 জন মহিলাকে শাড়ী বিতরন করা হয় এবং কুড়ি জন পুরুষকে ধুতি বিতরণ করা হয় এছাড়া 15 জন মুসলিম সম্প্রদায়ের পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়।
এই পৃথিবী আজ উষ্ণায়নের দিকে দিনদিন এগোচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে গাছ বিতরণ করা হয় 103টি এবং সকলের জন্য ফল খাবার মিষ্টি বিতরণ করা হয় মোট আড়াইশো জন দুস্থ লক্ষ্যে বাড়িতে বসিয়ে খাওয়ানো হয়। বলে জানিয়েছেন সুশান্ত দেবনাথ।
অপরদিকে খেলোয়াড় তৈরির কারিগর মনোজ দত্ত, জানান, সুশান্ত আমার কাছেই খেলার প্রশিক্ষণ নিয়েছে, ও ছাড়াও আই লীগের দেশের সেরা গোলকিপার ভাস্কর ও আমারই ছাত্র, আজ সুশান্তর মায়ের পঞ্চাম মৃত্যু বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে।