পঞ্চায়েত নয়, আপাতত আপের লক্ষ্য ভীত শক্ত করা!

পঞ্চায়েত নয়, আপাতত আপের লক্ষ্য ভীত শক্ত করা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্চায়েত নয়, আপাতত আপের লক্ষ্য ভীত শক্ত করা! পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল জয় লাভের পরে বাংলায় জনপ্রিয়তা পেতে শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারই প্রভাব দেখা গেল মালদার রতুয়া দুই নং ব্লকে। সারা বাংলা তথা মালদাতে যে আপের অস্তিত্ব রয়েছে সেটাই দেখা গেল মালদা রতুয়া ২ নং ব্লকে ।আনুষ্ঠানিকভাবে রতুয়া দুই নং আম আদমি পার্টির কার্যালয় শুভ উদ্বোধন হলো পুখুরিয়ার কুতুবগঞ্জে ।

 

উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অনিমেষ দাস, দলের যুব সভাপতি মহম্মদ আজহারউদ্দিন, ব্লক স্তরীয় বিভিন্ন নেতৃত্ব সহ প্রায় কয়েকশো কর্মীবৃন্দ। যদিও আসন্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট পাখির চোখ নয় এমনটাই বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি অনিমেষ দাস । আপাতত ভিত শক্ত করাই তাদের লক্ষ্য ।সংগঠন আরো মজবুত করতে হবে এবং বেশি বেশি পরিমাণ লোক যাতে এই দলে যুক্ত হয় সেই লক্ষ্যই তিনি এখন কাজ করে চলেছেন ।

আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর

অন্যদিকে দলের জেলা যুব সভাপতি সেখ আজহারউদ্দিন অনেকটাই আশাবাদী আগামী দিনে আপ পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। দিল্লি ও পাঞ্জাবে জনগণ ভালোবেসে আম আদমি পার্টিকে সরকার গঠনে সহায়তা করেছে, একইভাবে পশ্চিমবঙ্গের জনগণ চাইলেও ভবিষ্যতে আম আদমি পার্টির সরকার বাংলায় গঠন হবে। মূলত বাংলার বাইরের একটি দল হলেও আম আদমি পার্টির প্রতি মানুষের উৎসাহ চোখে পড়ার মতোই বলে তিনি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে অদূর ভবিষ্যতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কতটা বেগ দিতে পারে সেটা সময় বলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top