পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু প্রকাশিত হলো আসন সংরক্ষণের খসড়া । বুধবার রাজ্য নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হল আসন সংরক্ষণের খসড়া । শুরু হল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি । বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর ,,,,,২৬৬৪- এস, ই, সি/আই, ডি – ২৫৮/২০২২ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া প্রকাশ করেছেন ।
সেই খসড়া অনুসারে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদ প্রার্থী আসন সংখ্যা ও বিবরণ নিম্নরূপ । এক নজরে উত্তর দিনাজপুর জেলা পরিষদের নয়টি ব্লকেরআসন সংখ্যা ২৬ । এরমধ্যে চোপড়া ইসলামপুর গোয়াল পোখর এক গোয়াল পোখর দুই , করন দিঘি রায়গঞ্জ কালিয়া গঞ্জ ও ইটাহারে ৩ টি করে এবং হেমতাবাদ ব্লকে ২ টি সহ মোট ২৬ টি আসন ।
এই ২৬ টি আসনের মধ্যে মহিলা সংরক্ষিত আসন সংখ্যা ১৩ । উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকের মধ্যে এবার ইসলামপুর ব্লকে তিনটি আসনই মহিলা সংরক্ষিত । এবারে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করায় খুশি মহিলারা । বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই নির্বাচনী প্রস্তুতি শুরু হলো বলে মনে করেন রাজনৈতিক মহল । তবে নির্বাচন দপ্তর থেকে এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি । অনেকের মতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মার্চ এপ্রিলে হতে পারে ।
আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ
উল্লেখ্য, বুধবার রাজ্য নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হল আসন সংরক্ষণের খসড়া । শুরু হল পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি । বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর ,,,,,২৬৬৪- এস, ই, সি/আই, ডি – ২৫৮/২০২২ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া প্রকাশ করেছেন । সেই খসড়া অনুসারে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদ প্রার্থী আসন সংখ্যা ও বিবরণ নিম্নরূপ । এক নজরে উত্তর দিনাজপুর জেলা পরিষদের নয়টি ব্লকেরআসন সংখ্যা ২৬ । এরমধ্যে চোপড়া ইসলামপুর গোয়াল পোখর এক গোয়াল পোখর দুই , করন দিঘি রায়গঞ্জ কালিয়া গঞ্জ ও ইটাহারে ৩ টি করে এবং হেমতাবাদ ব্লকে ২ টি সহ মোট ২৬ টি আসন ।