পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত দিনহাটার ভেটাগুড়ি। পঞ্চায়েত ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটার ভেটাগুড়ি। ভেটাগুড়িতে তৃণমূলের কার্যালয়ে হামলা ছাড়াও দলীয় কর্মীদের উপরে আক্রমণ করা হয়। তিরবিদ্ধ হয় তৃণমূলের ভেটাগুরি ১ অঞ্চল সভাপতি। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি এক তৃণমূলের অঞ্চল কার্যালয়ে। তীর বিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মণ কে রক্তাক্ত অবস্থায় দিনহাটা হাসপাতলে নিয়ে আসা হয়।
এই ঘটনা কি ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হলেও পাল্টা বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। এদিকে গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে দিনহাটা থানার আইসি সুরোজ থাপা, তৃণমূল নেতা বিশু ধর। এ দিনের ঘটনা অনন্ত ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালে তীর বিদ্ধ অবস্থায় অনন্ত জানায়, অন্যান্য দিনের মতো এদিন সন্ধ্যায় দলীয় কর্মী সমর্থকরা কার্যালয়ে বসে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছিল। সেই সময় বিজেপি দলের দুষ্কৃতীরা কার্যালয়ে এসে হামলা চালায়। এলোপাথাড়ি তীর চালাতে শুরু করে। বেশ কয়েকজন আহত ছাড়াও দলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন গুরুতর আহত হয়। তার পেটে তীর লাগে।
আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম
বিজেপি নেতা জয়দীপ ঘোষ বলেন, গতকাল তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন হয়েছে। এছাড়াও দিন কয়েক আগে বিধায়ক উদয়ন গুহ সেখানে বক্তব্য রাখতে গিয়ে নানা সেখানে দলীয় কর্মীদের নানা ভাবে সতর্ক করেছে। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। আর ভেটাগরিতেই বোমাবারুদের ব্যবসা হতো। তাই আগে থেকেই সন্ত্রাস শুরু করেছে। বিজেপির আক্রমণে তিনজন গুরুতর জখম হয়েছে। এবার আর বোমা ওদের ব্যবসা হবে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে।