পঞ্চায়েত ভোটের আগে দলনেত্রীর নির্দেশে আদিবাসী সংগঠনকে মজবুত করতে বিশাল জনসভা ইটাহারে। রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপরামর্শে আদিবাসী সংগঠনকে মজবুত করতে উত্তরবঙ্গে প্রথম বিরাট জনসভা ও যোগদান সভার আয়োজন করা হয় শনিবার ইটাহারে।
এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে এবং দূর্লভপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয় পার্ব্বতীপুর চুন্ডামার্ডি হাই স্কুল মাঠে। মূলত, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সমাজের মানুষদের জন্য বিগত বছরের উন্নয়ন মূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরতে আদিবাসী অধ্যুষিত এলাকায় এদিনের এই জনসভার বলে জানাযায়।
পাশাপাশি এদিনের জনসভার মধ্য দিয়ে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ২ হাজার ৫০০ আদিবাসী পরিবার বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ ইটাহারের বিধায়ক ও তৃণমূল নেতৃত্বরা।
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন, রাজ্যের তিন জন মন্ত্রী বিপ্লব মিত্র, জ্যোৎস্না মান্ডি, সত্যজিৎ বর্মন, ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা, মালদা জেলা এসটি সেলের সভাপতি চুনিয়া মার্ডি, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, জেলা তৃণমূলের এসটি সেলের আহ্বায়ক স্বপন মুর্মু, ইটাহার ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়,
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
ব্লক সহ সভাপতি কার্তিক দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফফর হুসেন মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল, দূর্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হীরা সোরেন, এসটি সেলের ব্লক সভাপতি উপেন কিস্কু, রাধাকান্ত রায়, গোপেশ্বর হাসদা সহ অন্যান্যরা। এদিনের সভা থেকে উপস্থিত মন্ত্রী ও তৃণমূল নেতারা বক্তব্যের মধ্য দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি এদিনের জনসভার মাধ্যমে আদিবাসী সম্প্রাদায়ের মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে তাদের পাশে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল দল সর্বদা আছে তা স্পষ্ট বুঝিয়ে দেন তৃণমূল নেতৃত্বরা। পঞ্চায়েত ভোটের