পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার শ্রমিকদের

পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার শ্রমিকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পঞ্চায়েতে

 

পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকার শ্রমিকদের । এমজিএনআরজিএস এর একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল এলাকার একাংশ শ্রমিক। ঘটনাটি মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বিজেপি পরিচালিত মাঠা গ্রাম পঞ্চায়েতে।

 

এই অঞ্চলের একাধিক গ্রামের একাংশ শ্রমিকের অভিযোগ, বিধানসভা ভোটের আগে এমজিএনআরজিএস এর একশো দিনের শ্রমিকের কাজের বেতন আজ পর্যন্তও একাউন্টে ঢোকেনি এবং বর্তমান এই পরিস্থিতিতে পঞ্চায়েত থেকে আর একশো দিনের কাজও মিলছে না।

 

শ্রমিকরা পঞ্চায়েত প্রধানের কাছে কাজ চাইলে তিনি কিছু তাদের আশ্বাসও দেননি বলে অভিযোগ। আজ সেই পরিপ্রেক্ষিতেই মাঠা গ্রাম পঞ্চায়েতে সরকারি কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝোলানো হল বলে দাবী বিক্ষোভকারীদের। এদিন প্রায় দুই ঘন্টা তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাই তাঁরা, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাঘমুন্ডি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সমস্যার সমাধান করার কথা দিলে পঞ্চায়েতের তালা খুলে দিয়ে বিক্ষোভ পরিবেশে শান্তি সৃষ্টি হয়।

 

আর ও পড়ুন    মহসিন শো থেকে কেন এই অভিনেতা অভিনেত্রীরা বিদায় নিয়েছিলেন? কারণ কী ছিলো

 

এদিকে গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারীক অশোক গরাই(ই. এ)বিক্ষোভকারীদের সাত দিনের মধ্যে পরিশ্রমের পুরোনো বিল এবং পুনরায় একশো দিনের শ্রমিকের কাজ দেবার আশ্বাস দেন। ফলে তাঁরা সেই আশ্বাসের ভরসা রেখেই শান্তিতে বাড়ি ফিরে যান পুরুষ ও মহিলা শ্রমিকরা। অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতের মহিলা বিজেপি প্রধান ভারতী হাঁসদাকে ফোন করে তাঁদের সমস্যার পুরো বিষয় জানতে চাইলে তিনি জানান, এমজিএনআরজিএস এর একশো দিনের কাজ সরকারি নিয়মাণুসারেই চলছে।

 

এই অঞ্চলে বহু শ্রমিক আছেন তাদেরকে সবাইকেই কাজ দেওয়া হয়, আমরা কাউকেই এই কাজ থেকে বঞ্চিত করিনা। এখনও তাদের সেই কাজ নিয়মানুসারেই চলছে, তাদের অভিযোগটি পুরোপুরি মিথ্যে। হ্যা তবে পুরোনো যে কাজটি করানো হয়েছিলো তার টাকা এখনও তাঁদের একাউন্টে ঢোকেনি, সেই বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।

 

এদিন মাঠা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাতো বলেন, বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বহুদিন ধরে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে। এলাকার মানুষ পঞ্চায়েতের সব কাজ থেকেই বঞ্চিত। এরপরও যদি সেই পঞ্চায়েত সতর্ক না হয় তাহলে সাধারণ মানুষ তাকে অপসারণ করতে দ্বিধা বোধ করবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top