পঞ্চায়েতের ভোট কে পাখির চোখ করে ,প্রায় কুড়ি হাজার কর্মী সমর্থক কে নিয়ে জনসভা করতে চলেছে জেলা তৃণমূল কংগ্রেস। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকছেন ফিরহাদ হাকিম। শুক্রবার সন্ধ্যায় বহরমপুর জেলা কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি শাওলি সিংহ রায় জানান।
লক্ষ্য পঞ্চায়েত ভোট, তাকেই কেন্দ্র করে ৬ নভেম্বর রবিবার ফিরহাদ হাকিমের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হবে বহরমপুর টেক্সটাইল মোড়ে। সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভাপতি শাঁওনি সিংহ রায় জানান, তাদের উদ্দেশ্য ছিল পুজোর পর থেকেই পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূলের শক্ত মাটিকে আরো শক্তিশালী তৈরী করবেন । ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তার সূচনা করবেন। সেই সভায় উপস্থিত থাকবেন এমএলএ, এমপি, 21 টা ব্লক সভাপতি থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্বরা।
আরও পড়ুন – আকাশ পরিষ্কার, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে
দুদিন আগে বিভিন্ন স্তর মিলিয়ে ৪৭৭৫ জন তৃনমূলে যোগদান করেছে বলে দাবী করেন তিনি । কংগ্রেস যতই লড়াইয়ের ময়দানে নামুক তাদের অবস্থা টালমাটাল। তৃণমূল বহিষ্কৃতদের কংগ্রেস যোগদান করাচ্ছে। তিনি অভিযোগ তোলেন বুধবার ৩ই নভেম্বর কংগ্রেসের সভায় তৃণমূল নেতৃত্বরা যোগদান করবে বলে শোনা যাচ্ছিল সেটা আর দেখতে পাওয়া গেল না।
তৃণমূল বহিষ্কৃত এক নেতাকে নিয়ে তারা যোগদান করায় তিনি আরো অভিযোগ তোলেন শোনা যাচ্ছে কংগ্রেসেরই লোকজনকে নিয়ে বারে বারে পতাকা ধরিয়ে যোগদান করা হচ্ছে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে , গত ৩ তারিখের কংগ্রেসের জনসভা কে টেক্কা দিয়ে পাল্টা জনসভা করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন না আমাদের আগেই ফিরাদ হাকিমের ডেট নেওয়া হয়েছিল। পঞ্চায়েতের ভোট