নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২১ শে সেপ্টেম্বরঃ পঞ্চায়েত অফিসে তালা ভেঙ্গে চুরি, নিয়ে গেলো সিসিটিভির হার্ডডিস্ক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ২ নং জাড়া গ্রাম পঞ্চায়েত অফিসের। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ।জানা যায়, শনিবার সকালে দপ্তরের এক কর্মী ইলেকট্রিক বন্ধ করতে গিয়ে চুরির বিষয়টি তার নজরে আসলে প্রধানকে খবর দেন।দপ্তরে পৌঁছান প্রধান স্বদেশ প্রামাণিক। প্রধান জানান, পঞ্চায়েত অফিসটি দোতলায় এবং নিচেই রয়েছে আরআই অফিস ও একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শাখা। দোতলায় পঞ্চায়েত অফিসের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তছনছ করা হয়। প্রধান জানান, ভিতরে ১০ টি আলমারির তালা ভাঙ্গা, তিনটি ল্যাপটপ ও কিছু নথিও আগাছালো রয়েছে। দপ্তরে বেশকিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে ক্যামেরাগুলি অক্ষত রইলেও চুরির ঘটনার প্রমান লোপাটের জন্য খুলে নিয়ে যাওয়া হয় সিসিটিভির হার্ড ডিস্ক।ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ।যদিও পঞ্চায়েত দপ্তরের নিচের তলায় আরআই অফিস ও রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শাখা থাকায় সেখানে চুরির ঘটনা ঘটেছে কিন্ত এখনও পর্যন্ত কি চুরি হয়েছে জানা যায়নি।
পঞ্চায়েত অফিসে তালা ভেঙ্গে চুরি
পঞ্চায়েত অফিসে তালা ভেঙ্গে চুরি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram