নিজস্ব সংবাদদাতা,বড়ঞা ,২৪শে জুন : পঞ্চায়েত অফিসে বাড়ি তৈরির সমস্যা মেটানোর সময় প্রধানের সামনে দুপক্ষের সংঘর্ষ। পঞ্চায়েত অফিস ভাঙ্গচুর সহ দুই যুবককে বেধরক মারধরের ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ২ নম্বর গ্রামপঞ্চায়েতে। ঘটনার রেস গিয়ে পরে নিমা গ্রামেও। যে গ্রামে ঘর তৈরি নিয়ে সালিসি ছিল। ওই গ্রামে দু’পক্ষের মোট চারটি বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চলায়। একটি দোকান লুটের ঘটনাও ঘটে। বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার জেরে চার জনকে আটক করেছে পুলিশ। এদিন নিমা গ্রামে একটি বাড়ি তৈরির ঘটনাকে কেন্দ্র করে অই এলাকার পঞ্চায়েত অফিসে দু’পক্ষের মিমাংসা ছিল প্রধানের কাছে। পঞ্চায়েত অফিসে মিমাংসা চলা কালীন দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পরে। মারধরের পাশপাশি পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙ্গচুর চালায় তারা।