নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৪ শে আগস্ট : পঞ্চায়েত সদস্যের বাড়িতে মুজত করা বোমা বিস্ফোরণ l ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাখড়তলায় l বড়রা পঞ্চায়েত সদস্যের নাম মহিবুল l বিস্ফোরণের জেরে আহত তার প্রথম স্ত্রী আফিয়া বিবি।তাকে পুলিশের সহায়তায় সেখ হাসমত নামের যুবক চিকিৎসার জন্য নাকড়াকোন্দা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় ।
মহিবুলের প্রথমা স্ত্রী আফিয়া বিবি জানায় আজ দুপুর বেলায় হঠাৎই মেঘ ও বজ্রপাতের মতো আওয়াজ বিস্ফোরণে এলাকা কেপে উঠে, মহিবুলের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় বোমা মজুত ছিল,সেখানেই বিস্ফোরণ ঘটে ।ঘটনাস্থল কাখড়তলা থানার পুলিশ ঘিরে রেখেছে।