পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা

পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা। কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি থেকে শুরু করে ভবিষ্যতের দিশা দেখানো সহ বিভিন্ন বিষয় নিয়ে পরিচয় পর্বের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দিনহাটা কলেজের অডিটরিয়াম হলে মঙ্গলবার দুপুরে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা হয়। ভবিষ্যতের দিশা দেখানোর পাশাপাশি তারা যাতে আগামী দিনে সঠিকভাবে পড়াশোনা করতে পারে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেসব নিউ আলোচনা করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

 

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি গোবিন্দ রায়, সূর্য নারায়ণ রায় সহ অনেকেই। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের আগে উপাচার্যকে কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে এদিন কলেজের অডিটোরিয়াম হল কলেজের পড়ুয়াদের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি হয়ে যায়। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ সহ সকলেই বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের কিভাবে ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভব সে সব দিক তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নানাভাবে উৎসাহিত করেন। তিনি বলেন,”দিনহাটা কলেজ অনেক পুরনো । এই কলেজের একটা ঐতিহ্য রয়েছে।”ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন,সারা জীবনের ভেতরে পুরো জীবনটাকে যদি কতগুলি খন্ড খন্ড ভাগে বিভক্ত করো তবে তার ভিতরে অবশ্যই ছাত্র জীবন একটা অংশ। এর ভেতরেও কতগুলি আলাদা অংশ রয়েছে।

 

ছোটবেলার প্রাথমিক স্কুলের জীবন। তারপর হাই স্কুলের জীবন, তারপর কলেজ জীবন ও বিশ্ববিদ্যালয় জীবন। এই জীবনগুলি একটা সময় শেষ হয়ে যায়। তারপর অন্য একটা জীবনে প্রবেশ।এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। এই সময়টা ছাত্রছাত্রীরা যদি সঠিক লক্ষে এগিয়ে চলে তবে তাদের ভবিষ্যৎ আলোকিত হয়ে ওঠে।আমি দেখেছি অনেক ছেলেমেয়ে কলেজে আসে না। আমি জানি না তারা কি হারাচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এই সময়কালে ভালো করে পড়াশুনার উপর জোর দেওয়ার কথা উল্লেখ করেন।

 

আরও পড়ুন – আর্সেনিকমুক্ত জল তৈরিতে ‘পেটেন্ট’ পেলেন রায়গঞ্জের অধ্যাপক স্পন্দন ঘোষ

 

এই সময়কালে পড়াশুনা করলে ভবিষ্যৎ জীবনটা মসৃণ হয়। উপাচার্য এ দিন গল্পের ছলেও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন চাকরি সংক্রান্ত বিষয় তুলে ধরেন। শিক্ষকতার পাশাপাশি চাকরির ক্ষেত্রে আরও যে বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে সেসবও উল্লেখ করেন। দিনহাটা কলেজে চার বছরের ফিশারী সাইন্স খোলার ব্যাপারেও ভাবনা-চিন্তা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলে উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় জানান।

 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল কলেজের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কিভাবে আরো সুন্দর করে তোলা যায় তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি জানান, ছাত্র-ছাত্রীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আগামীতেও করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল । অনুষ্ঠান শুরুর আগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিনহাটার বিশিষ্ট শিল্পী কলেজের ছাত্র রুদ্রাশিস সাহা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top