পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন বিডিও । বুধবার শালকুমারহাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন আলিপুরদুয়ার -১ নং ব্লকের বিডিও সঞ্জয় প্রধান । ভিজিট করার পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি ।
বুধবার হঠাৎই বিডিও পরিদর্শনে বেরিয়ে শালকুমারহাটের দ্বীপচাঁদ রায় প্রাথমিক বিদ্যালয়ে যান । যে সময়ে তিনি বিদ্যালয়ে পৌঁছোন সেইসময় পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের রান্নার কাজও রাঁধুনিদেল প্রায় শেষের পথে । বিদ্যালয় পরিদর্শনের পর সঞ্জয়বাবু রান্নার মান যাচাইয়ের জন্য বাচ্চাদের সঙ্গে পাত পেড়ে মিড-মিল খাওয়াতে অংশ নেন ।
ব্লকের প্রশাসনিক প্রধানের সঙ্গে একসঙ্গে মিড-ডে মিল খাওয়ায় দারুন উৎসাহ প্রকাশ করে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা । বিডিও জানান, এদিন ওই বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলাম । রান্নার মান স্বাভাবিক ছিল । স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য যাতে রান্না করা হয় এবং খাবার জায়গা সহ বিদ্যালয়ের আশপাশ সবসময় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সে ব্যাপারে এদিন কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি ।
আরও পড়ুন – আসন্ন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা বিক্রি
উল্লেখ্য, পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন বিডিও । বুধবার শালকুমারহাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন আলিপুরদুয়ার -১ নং ব্লকের বিডিও সঞ্জয় প্রধান । ভিজিট করার পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি ।
বুধবার হঠাৎই বিডিও পরিদর্শনে বেরিয়ে শালকুমারহাটের দ্বীপচাঁদ রায় প্রাথমিক বিদ্যালয়ে যান । যে সময়ে তিনি বিদ্যালয়ে পৌঁছোন সেইসময় পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের রান্নার কাজও রাঁধুনিদেল প্রায় শেষের পথে । বিদ্যালয় পরিদর্শনের পর সঞ্জয়বাবু রান্নার মান যাচাইয়ের জন্য বাচ্চাদের সঙ্গে পাত পেড়ে মিড-মিল খাওয়াতে অংশ নেন ।
ব্লকের প্রশাসনিক প্রধানের সঙ্গে একসঙ্গে মিড-ডে মিল খাওয়ায় দারুন উৎসাহ প্রকাশ করে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা । বিডিও জানান, এদিন ওই বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলাম । রান্নার মান স্বাভাবিক ছিল । স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য যাতে রান্না করা হয় এবং খাবার জায়গা সহ বিদ্যালয়ের আশপাশ সবসময় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সে ব্যাপারে এদিন কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি ।