পণের জন্য আবার গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টা

পণের জন্য আবার গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

পণের জন্য আবার গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার হাটখোলা গ্রামে l  বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন l গৃহবধুর পরিবারের তরফ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে l  অভিযুক্তরা পলাতক । স্থানীয় সূত্রে জানা যায় বছর পাঁচেক আগে চাঁচল থানা শীতলপুর মোবারকপুর গ্রামের বাসিন্দা নিলুফা বিবির বিয়ে হয় ওই থানার হাটখোলা গ্রামে বাসিন্দা শাহীন আহমেদের সাথে। পাত্র পক্ষের দাবি মত বিয়েতে যৌতুক দেন পাত্রীপক্ষ। কিন্তু বেশ কিছুদিন ধরে আরো দু লক্ষ টাকা দাবি করছিল সাইন। রাজি না হওয়ায় মাঝে মাঝে নিলুফার উপর অত্যাচার চালাত তার স্বামী ও শাশুড়ি। মঙ্গলবার ফের বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় সাইন। তাতে রাজি হয়নি নিলুফা। এতেই ক্ষিপ্ত হয়ে নিলুফাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি শরীরে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার ছক কষেছিল সাইন বলে অভিযোগ। ওই গৃহবধূর চিৎকারে গ্রামের মানুষ ছুটে আসলে শাহীন ও তার মা বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে চাঁচল হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গ্রামের মানুষ নিলুফার বাড়িতে খবর দেয়।

RECOMMENDED FOR YOU.....