উত্তর ২৪পরগণা:- পণের দাবিতে তরুনীকে পিটিয়ে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গা ব্লকের চ্যাংদানা বসাকপাড়া এলাকায়।আটক তরুণীর স্বামী স্বশুড়,স্বাশুড়ি।মৃত তরুনীর নাম পূজা ঘোষ(১৮)।

মৃত তরুনীর মায়ের অভিযোগ ভালোবাসা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে হয় বছর তিনেক আগে। বিয়ের পর থেকে পনের জন্য চাপ দিত অভিযুক্তরা। মৃত তরুনীর প্রতিবন্ধী একটি শিশু সন্তান আছে। গতকাল রাতে বাড়ির লোকের সাথে স্বাভাবিক ভাবেই ফোনে কথা বলে মৃত তরুনী।ঘন্টা দুয়েক পরে তারা জানতে পারে, তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বিশ্বনাথ পুর স্বাস্থ্য কেন্দ্রে দেহ আছে। পরিবারের সদস্যরা এসে দেখেন মৃত তরুনীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। অনুমান পনের দাবিতে তাকে পিটিয়ে খুন করেছে স্বামী,স্বশুড়,স্বাশুড়ি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।