নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১০ই সেপ্টেম্বর : পণের দাবির প্রতিবাদ করায় বেধড়ক মারধর,মাথায় শাঁবলের আঘাতে রক্তাক্ত প্রতিবাদী।ঘটনায় দেগঙ্গার সোহাই-শ্বেতপুরে চাঞ্চল্য।
দেগঙ্গার সোহাই-শ্বেতপুরের বাসিন্দা আবুল কালামের সাথে মাস তিনেক আগে বিয়ে হয় মাসকুরা খাতুনের।বিয়ের সময় কালামের বাবা পন নিলেও গতকাল রাতে ফের পনের দাবিতে কালাম ও তার স্ত্রীকে ঘড় থেকে বার করতে উদ্যত হয় কালামের বাবা।কালামের কাকা মোঃ জালাল উদ্দিন মন্ডল (৪৩)তার দাদার পন চাওয়ার ঘটনায় প্রতিবাদ করলে বেধড়ক মারধর করে মাথায় শাঁবলের আঘাতে রক্তাক্ত করা হয়।গুরুতর জখম ব্যাক্তিকে আনা হয় বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।মাথায় চারটি সেলাই ও ক্ষতিগ্রস্ত দুই হাতের চিকিৎসা করা হয়।দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের।ঘটনার তদন্তে দেগঙ্গা থানার পুলিশ।