পণ্যবাহী কন্টেনার ট্রেলার থেকে পড়ল রাস্তায়, ভোগান্তি যাত্রীদের!

পণ্যবাহী কন্টেনার ট্রেলার থেকে পড়ল রাস্তায়, ভোগান্তি যাত্রীদের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া – মন্দিরতলা বাস স্ট্যান্ডে আজ সকালে ঘটল এক বিপত্তি। একটি পণ্যবাহী কন্টেনার ট্রেলার থেকে পিছলে পড়ে গিয়ে রাস্তায় দুর্ঘটনার সৃষ্টি করেছে। নবান্নের কাছাকাছি ঘটনাটি ঘটার ফলে মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যায়। এর ফলে সকাল থেকেই স্কুল, অফিসের পুলকার ও বাসের যাত্রীরা বিশাল দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কন্টেনার বোঝাই ট্রেলারটি শালিমার থেকে হাওড়া দিকে যাচ্ছিল, কিন্তু ট্রেলার চালক ভুল করে মন্দিরতলার দিকের রাস্তা ধরেন। ভোর সাড়ে ৪টের দিকে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে এসে ট্রেলার থেকে কন্টেনারটি পিছলে পড়ে। প্রথমে একটি ক্রেন দিয়ে কন্টেনারটি তোলার চেষ্টা করা হয়, তবে তা সম্ভব হয়নি। পরে আরও দুটি ক্রেন আনা হয়, এবং এখনও কন্টেনারটি তোলার কাজ চলছে। রাস্তায় এই যানজটের কারণে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, তেমনি কর্মস্থলে পৌঁছানোও দুঃসাধ্য হয়ে পড়েছে।

RECOMMENDED FOR YOU.....