উত্তর 24 পরগনা – উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পথকুকুরকে মারধরের প্রতিবাদ জানাতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক স্থানীয় বাসিন্দা। দীর্ঘদিন ধরে ওই এলাকার পথকুকুরদের উপর চলছিল অমানবিক নির্যাতন। মঙ্গলবার ফের একবার কুকুরকে মারধর করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় হরেকৃষ্ণ মণ্ডল, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। গুরুতর আহত হন তিনি ও তাঁর বাবা।
ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত শিমুলপুর হাজরাতলা এলাকায়। অভিযুক্তের নাম দীপেন দে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপেন ও তাঁর কয়েকজন সঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ফাঁকা জায়গায় নেশা করতেন এবং নিয়মিতই পথকুকুরদের মারধর করতেন। মঙ্গলবার বিকেলে তাঁরা আবারও একটি কুকুরকে মারতে শুরু করলে হরেকৃষ্ণ মণ্ডল প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই দীপেন ও তাঁর দলবল তাঁর উপর চড়াও হয়ে যায়। ধস্তাধস্তির মাঝে ধারাল অস্ত্র দিয়ে হরেকৃষ্ণর মাথায় আঘাত করা হয়, ফলে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে গেলে হামলাকারীদের হাতে আহত হন তাঁর বাবাও।
স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়, তবে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে একজনকে আটক করেছে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই নৃশংস ঘটনায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে এবং পথকুকুরদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।



















