পথকুকুর বিতাড়ন নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থানে হতাশ সোনু সুদ, মানবিকতার আবেদন অভিনেতার

পথকুকুর বিতাড়ন নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থানে হতাশ সোনু সুদ, মানবিকতার আবেদন অভিনেতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থান ঘিরে হতাশা প্রকাশ করলেন অভিনেতা সোনু সুদ। তাঁর প্রশ্ন, “আমরা কি একটু মানবিক হতে পারি না?” শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও খেলার মাঠের মতো জায়গা থেকে পথকুকুরদের সম্পূর্ণ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোনুর মতে, সঠিক সময়ে টীকাকরণ ও নির্বীজকরণের মাধ্যমে পথকুকুরদের সুস্থ রাখা সম্ভব এবং তাতেই মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা যায়।

বুধবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে আগের অবস্থানেই অনড় থাকার ইঙ্গিত দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, জনসুরক্ষার কথা মাথায় রেখে নির্দিষ্ট কিছু এলাকা একেবারে পথকুকুরমুক্ত করতে হবে। সেই সঙ্গে জানানো হয়েছে, ওই সব এলাকা থেকে উদ্ধার হওয়া পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে এবং আর আগের জায়গায় ফেরানো যাবে না। এই নির্দেশের পর দেশজুড়ে পশুপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মঙ্গলবার আদালত মন্তব্য করে, কুকুরের মন বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়—কখন তারা কামড়াবে বা কামড়াবে না, তা নিশ্চিতভাবে বলা যায় না। শুধু কামড়ানো নয়, পথকুকুরের কারণে দুর্ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরে আদালত। এই প্রেক্ষিতেই প্রতিরোধমূলক ব্যবস্থাকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

এই আবহেই পথকুকুরদের পক্ষে বিশেষ পদক্ষেপের আর্জি জানালেন সোনু সুদ। পশুকল্যাণ সংস্থার সমর্থনে তিনি বলেন, “আমি যেমন একজন ভারতীয়, তেমনই এ দেশের প্রতিটি পথকুকুরও ভারতীয়। সেই কারণেই তাদের দেশি বলা হয়। আমরা করোনার সময় নিজেদের বাঁচাতে যেমন কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি, তেমনভাবেই যদি পথকুকুরদের টীকাকরণ ও নির্বীজকরণ করা হয়, তাহলে ওরাও সুস্থ থাকবে, আমাদের চারপাশও নিরাপদ থাকবে।”

সোনু সুদ আরও বলেন, পথকুকুরদের সমাজের বাইরে ঠেলে না দিয়ে তাদের নিয়ন্ত্রিত ও সুস্থ জীবন নিশ্চিত করাই একমাত্র বাস্তবসম্মত সমাধান। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, পথকুকুররাও এই সমাজেরই অংশ এবং তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে নানা সামাজিক কাজে সক্রিয় থেকেছেন সোনু সুদ। এবার সেই মানবিক উদ্যোগের তালিকায় যুক্ত হল পথকুকুরদের বিষয়টিও। মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও সহানুভূতির বার্তা দিয়েই ফের নজির গড়লেন অভিনেতা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top