দিল্লী – পথকুকুর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে হবে। এর আগে বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে একটি নির্দেশ দিয়েছিল, যেখানে দিল্লির রাস্তা থেকে সব পথকুকুরকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোর কথা বলা হয়। মামলাটি শীর্ষ আদালতে গ্রহণ করা হয় শিশুদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পর।
বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি দুবার উত্থাপিত হয়। প্রধান বিচারপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। সকালে একজন আইনজীবী জানান, বিচারপতি পর্দিওয়ালার বেঞ্চের রায় গত বছরের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে মেলে না, কারণ গত বছর অন্য বেঞ্চ পথকুকুর সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সন্ধ্যায় আরেক আইনজীবী অভিযোগ করেন, আদালতের নির্দেশ আপলোড না হওয়া সত্ত্বেও দিল্লির রাস্তা থেকে কুকুরদের তুলে নেওয়া হচ্ছে। এই অভিযোগের পর প্রধান বিচারপতি বিষয়টিতে নজর দেওয়ার আশ্বাস দেন এবং মামলাটি তিন বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়।
