পথচারী তিন মহিলাকে পিষে দিল ঘাতক লরি, ঘটনাস্থলে মৃত্যু এক মহিলার

পথচারী তিন মহিলাকে পিষে দিল ঘাতক লরি, ঘটনাস্থলে মৃত্যু এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পথচারী তিন মহিলাকে পিষে দিল ঘাতক লরি, ঘটনাস্থলে মৃত্যু এক মহিলার । শান্তিপুর শহরের শেষ প্রান্ত 23 এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কালনা ঘাট রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হন স্থানীয় এক মহিলা,গুরুতর জখম আরো দুই মহিলা। কালনা রোডে মুন্সিরপুর এলাকায় সকাল ছটা নাগাদ, শান্তিপুরের দিক থেকে আসা কালনাগামী একটি লরি হঠাতই পথের পাশে ডানদিক থেকে প্রচন্ড গতিতে, একের পর এক ধাক্কা মারে স্থানীয় সরস্বতী সরদার সুদীপা মন্ডল এবং হারানি মন্ডল কে।

 

এর মধ্যে সুদীপা মন্ডল ছিলেন অন্তঃসত্ত্বা, সে গভীর খাদে পড়ে যায়, সরস্বতী সরদারের মৃত্যু হয় ঘটনাস্থলেই, অন্যদিকে অন্যদিকে হারানী মন্ডলকে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, মৃতদেহ নিয়ে যায়। এলাকায় দীর্ঘক্ষনধরে চলছে কালনা যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে পথ অবরোধ। এলাকাবাসীর দাবি স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবিলম্বে ঘাতক ঐ লরিটিকে আটকানো এবং, মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দিলে তবেই উঠবে অবরোধ।

 

উল্লেখ্য, শান্তিপুর শহরের শেষ প্রান্ত 23 এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কালনা ঘাট রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হন স্থানীয় এক মহিলা,গুরুতর জখম আরো দুই মহিলা।কালনা রোডে মুন্সিরপুর এলাকায় সকাল ছটা নাগাদ, শান্তিপুরের দিক থেকে আসা কালনাগামী একটি লরি হঠাতই পথের পাশে ডানদিক থেকে প্রচন্ড গতিতে, একের পর এক ধাক্কা মারে স্থানীয় সরস্বতী সরদার সুদীপা মন্ডল এবং হারানি মন্ডল কে। এর মধ্যে সুদীপা মন্ডল ছিলেন অন্তঃসত্ত্বা,

আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা

সে গভীর খাদে পড়ে যায়, সরস্বতী সরদারের মৃত্যু হয় ঘটনাস্থলেই, অন্যদিকে অন্যদিকে হারানী মন্ডলকে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, মৃতদেহ নিয়ে যায়। এলাকায় দীর্ঘক্ষনধরে চলছে কালনা যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে পথ অবরোধ। এলাকাবাসীর দাবি স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবিলম্বে ঘাতক ঐ লরিটিকে আটকানো এবং, মৃত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দিলে তবেই উঠবে অবরোধ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top