রাজ্য – রাজ্যের পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজের মান ও অগ্রগতি এখন থেকে পর্যবেক্ষণ করবে বিশেষ অফিসারদের দল। শুক্রবার নবান্নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ এই নির্দেশ দেন। সূত্রের খবর, প্রকল্পের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি গাইডলাইন মেনে মানসম্পন্ন কাজ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছে।
নবান্ন সূত্রে জানা গেছে, জেলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বিশেষ দল পাঠানো হবে। এই দল রাস্তা নির্মাণের অগ্রগতি, মান, এবং জমি সংক্রান্ত সমস্যা নিয়েও রিপোর্ট দেবে। পাশাপাশি, জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাস্তা নির্মাণে কোনও ধরনের গাফিলতি না হয় এবং জমি সংক্রান্ত জটিলতা দ্রুত মেটানো যায়।
এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে বৈঠক করেন। পর্যালোচনা হয় জলস্বপ্ন, ১০০ দিনের কাজের জবকার্ড এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়েও। সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ডিসেম্বর মাসে প্রায় ১৬ লক্ষ পরিবার বাড়ি তৈরির টাকা পাবে। তার আগে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৩ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন বলে জানা গেছে।
এছাড়াও, বর্তমানে রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া চললেও যাতে কোনও উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত না হয়, তার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রকে ১০০ দিনের কাজের টাকা ছাড়ের নির্দেশ দিয়েছে। ফলে রাজ্য চায় আগে থেকেই সমস্ত প্রস্তুতি সেরে রাখতে, যাতে কেন্দ্রের ছাড়পত্র পেলেই দ্রুত কাজ শুরু করা যায়। মুখ্যসচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন— সাত দিনের মধ্যে জবকার্ড হোল্ডারদের ই-কেওয়াইসি এবং আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে এবং সংশ্লিষ্ট ডাটাবেস প্রস্তুত রাখতে হবে।




















