পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর!

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা – মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। ইদ উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে আসা বন্ধুকে রেল স্টেশন থেকে নিয়ে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের ঘটনা। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই রবিবার সকালে ঘটনাটি ঘটে।মৃত যুবকদের নাম সাবির আলম (২৪), রমজান শেখ(১৯) এবং সাদিকাতুল ইসলাম (২০)। তারা তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরে।



পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিলেন তিনি। সামনেই ইদ, তাই কেরল থেকে ট্রেনে বাড়ি ফিরছিল সে। বন্ধুকে আনতে ফরাক্কা স্টেশনে যান রমজান ও সাদিকাতুল। ফেরার পথে বৈষ্ণবনগর থানা এলাকার ১৬ মাইলে উলটো দিকের লেনে চলে যান তাঁরা। তখনই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ঘটনার জেরে ইদের আগেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top