নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৬ জানুয়ারি, পথ দূর্ঘটনায় মৃত্যু এক যুবক।মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আলমগীর সেখ (২২)। জানা যায় আলমগীর সেখ নামে ঐ যুবক বাড়ির কাজের জন্য বালি বোঝাই ট্রাক্টর চেপে বাড়ি ফিরছিলেন।
হঠাৎ ট্রাকটারের যান্ত্রিক ত্রুটির ফলে ট্রাক্টরের বসে থাকা আলমগীর শেখ নামে যুবক নিচে পড়ে যায় এবং ট্রাকটারের চাকা উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাক্টর আটক করে। চালক পলাতক।