পথ নাটিকার মাধ্যমে পালিত হলো মাদকতা বিরোধী দিবস।

পথ নাটিকার মাধ্যমে পালিত হলো মাদকতা বিরোধী দিবস।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পশ্চিম বর্ধমান, সালানপুর:-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং সালানপুর থানার পরিচালনায় পালিত হলো মাদকতা বিরোধী দিবস।রূপনারায়ানপুর বিকল্পর নাটনাটিকার দ্বারা নিশানা-নেশা না নাটকের মাধ্যমে এদিন এই দিনটি পালন করা হয়।যেখানে সাধারণ মানুষকে জানানো হয় নেশা দ্বারা একটা পরিবার কি ভাবে শেষ হয়ে যায়।নেশা করা যেমন অপরাধ তেমনি নেশার দ্রব্য বিক্রি করা অপরাধ। তাই নেশা থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়।একই সঙ্গে অবগারি দপ্তর থেকে এলাকায় এলাকায় গিয়ে নাটকের পাশাপাশি মাইকিং করে সচেতনতা করা হয়।


এদিন এই নাটকটি পরিচালনা করা হয় জেমারী হাটতলা মোড়ে, কল্যানেশ্বরী মোড়ে,দেন্দুয়া মোড় ও রূপনারায়ানপুর মোড়ে।পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানাই।
এদিন উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল , রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ রাহুলদেব মণ্ডল,বারাবনি চক্রের অবগারি দপ্তরের অধিকারিক আবু তাহির শেখ সহ বিভিন্ন পুলিশ আধিকারিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top