পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে

পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে। এবার নয়া নিয়ম লাঘু করলো পুলিশ। পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে। এমনই অভিনব উদ্যোগ হয়দারাবার ট্র্যাফিক পুলিশের৷ এবার থেকে ট্রাফিক ডিপার্টমেন্টও কাজ করবে ডিজিটাল মাধ্যমে৷ ট্রাফিক নিয়ম ভাঙলেই বেজে উঠবে হোয়াটসঅ্যাপ রিং টোন৷ এসে যাবে ট্রাফিক চালান৷ এতদিন পর্যন্ত নিয়ম ভাঙলে এসএমএস-এ আসত চালান৷ এখন থেকে আরও কিছুটা স্মার্ট হচ্ছে যান চলাচলের সঙ্গে যুক্ত এই দফতর৷

 

এখন থেকে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ৷ সাধারণ পথ চলতি যানবাহন মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয় ট্র্যাফিক পুলিশের পক্ষে৷ এক সিনিয়ার ট্রাফিক পুলিশের কথায়, গাড়ি কেনার ও রেজিস্ট্রির সময় মালিকরা তাদের ঠিকানা, ফোন নম্বর সব নথিভুক্ত করেন৷ তাই সকলের নম্বর তো থাকে হোয়াটসঅ্যাপ-র নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয়৷ যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ভীষণ বেশি ব্যবহার হয়, তাই চালান পাঠালে একবারেই নজরে পড়বে নিয়ম ভঙ্গকারিদের৷

আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক

উল্লেখ্য, এবার নয়া নিয়ম লাঘু করলো পুলিশ। পথ নির্দেশিকা না মানলে এবার সরাসরি বার্তা চলে আসবে হোয়াটসঅ্যাপে। এমনই অভিনব উদ্যোগ হয়দারাবার ট্র্যাফিক পুলিশের৷ এবার থেকে ট্রাফিক ডিপার্টমেন্টও কাজ করবে ডিজিটাল মাধ্যমে৷ ট্রাফিক নিয়ম ভাঙলেই বেজে উঠবে হোয়াটসঅ্যাপ রিং টোন৷ এসে যাবে ট্রাফিক চালান৷ এতদিন পর্যন্ত নিয়ম ভাঙলে এসএমএস-এ আসত চালান৷ এখন থেকে আরও কিছুটা স্মার্ট হচ্ছে যান চলাচলের সঙ্গে যুক্ত এই দফতর৷

 

এখন থেকে খুবই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করবে হায়দরাবাদ ট্র্যাফিক পুলিশ৷ সাধারণ পথ চলতি যানবাহন মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয় ট্র্যাফিক পুলিশের পক্ষে৷ এক সিনিয়ার ট্রাফিক পুলিশের কথায়, গাড়ি কেনার ও রেজিস্ট্রির সময় মালিকরা তাদের ঠিকানা, ফোন নম্বর সব নথিভুক্ত করেন৷ তাই সকলের নম্বর তো থাকে হোয়াটসঅ্যাপ-র নম্বর পাওয়া একেবারেই সমস্যার নয়৷ যেহেতু হোয়াটসঅ্যাপ এখন ভীষণ বেশি ব্যবহার হয়, তাই চালান পাঠালে একবারেই নজরে পড়বে নিয়ম ভঙ্গকারিদের৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top